শিরোনাম
◈ বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিলেন র‌্যাবের তৎকালীন সিও (ভিডিও) ◈ সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বুয়েট ভিসি (ভিডিও) ◈ খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ শিগগিরই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে হট্টগোল! ◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাঁটা ও আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভা শেষে কেক কেটে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। 

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগ নেত্রী  এড. মীর মাহফুজা হোসেন তুনি, এড. রেহেনা, এড. লাফিজা আক্তার মুনা, এড. রোমানা খানম, ফাতেমা আক্তার, স্বর্ণালী আক্তার, আজলিন লতা, তমা খন্দকার, রাশিদা আক্তার, লমা ঘোষ, ফরিদা আক্তার, আসুরা বেগম, রহিমা বেগম, সেলিনা আক্তার, ফারহানা আক্তার, আফসানা মিমি, লামিয়া আক্তার, শিমা আক্তার, মিথিলা, আঁচল, মরিয়ম, বৃষ্টি,তাসলিমাসহ নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়