শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামোটর মোড় অবরোধ (ভিডিও) ◈ ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইলো আফগানিস্তান ◈ বিএনপির ‘বিশেষ বর্ধিত সভা’ কাল, ১০টায় শুরু হয়ে চলবে রাত পর্যন্ত, তারেক রহমান নির্বাচনী নির্দেশনা দিবেন ◈ চার পদ ঠিক রেখে জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নাফনদীতে চোরাকারবারিদের দ্বারা বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফের নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। আহত দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত দুজনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং অন্যজন সিপাহী নন্দন।

[৩] বুধবার (৫ জুন) দুপুরে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

[৪] বুধবার (৫ জুন) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, ৪ জুন মঙ্গলবার রাত ১০টায় নাফনদী বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া সময় একটি নৌকার মুখোমুখি হন বিজিবি সদস্যরা। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।

[৫] তিনি আরও জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়