শিরোনাম
◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল ◈ কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন পয়েন্টে সড়ক, রেলপথ অবরোধ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৪, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নাফনদীতে চোরাকারবারিদের দ্বারা বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফের নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। আহত দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত দুজনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া এবং অন্যজন সিপাহী নন্দন।

[৩] বুধবার (৫ জুন) দুপুরে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

[৪] বুধবার (৫ জুন) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, ৪ জুন মঙ্গলবার রাত ১০টায় নাফনদী বাংলাদেশের জলসীমায় টহল দেওয়া সময় একটি নৌকার মুখোমুখি হন বিজিবি সদস্যরা। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।

[৫] তিনি আরও জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে মিয়ানমার সীমান্তের দিকে চলে যায়। আহত দুই বিজিবি সদস্য রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়