শিরোনাম
◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হিমাগারে মজুদ ৪ লক্ষাধিক ডিম

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন প্রায় ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিম অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে মজুদকৃত ডিম নিলামে তুলে ২৭ লাখ টাকায় বিক্রি করা হয়। 

[৩] গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তারের নেতৃত্বে উপজেলার বাগমারাস্থ বরল মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। 

[৪] এর আগে গত ১৬ মে একই হিমাগারে ২১ লাখ ডিম অবৈধভাবে মজুদ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

[৫] জানা গেছে, একটি সিন্ডিকেট ডিমের বাজার অস্থিতিশীল অবৈধভাবে মজুদ রেখেছে এমন খবরে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ লাখ ২৭ হাজার ৫০০ পিস ডিমের সন্ধান পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক আহম্মেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই ডিমগুলো নিলামে তুলে বিক্রি করা হয়।

[৬] এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার জানান, বরল মেঘনা কোল্ড স্টোরেজে লাইসেন্সবিহীন অবৈধভাবে ডিম মজুদ রাখা বিষয়ে আগেও একবার অভিযান হয়েছে। আমরা বলেছি যে পন্য রাখার অনুমতি নেই সেগুলো যাতে এই হিমাগারে না রাখে। এ ধরনের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে এবং পন্য সরিয়ে নেওয়ার জন্য সময়-সুযোগও দেওয়া হয়েছে। আজকে এসে দেখি তারা সেটা মানেননি।

[৭] যেহেতু এখানে ডিম মজুদ রাখার অনুমতি নেই তাই সবগুলো ডিম নিলাম করে দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সবগুলো ডিম এখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়