বাবুল খাঁন, বান্দরবান: [২] সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি, বাগানবাড়ি, গরু ও মাছের খামার তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন।
[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। সেই সঙ্গে বাগানবাড়িতেও তালা ঝুলিয়ে দেন।
[৪] জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশনার পাওয়ার পর বেনজির আহমেদের সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।
[৫] উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করে। বান্দরবানের সুয়ালক এলাকায় ৫০ একর এবং লামায় প্রায় ১০০ একর সম্পত্তি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। সেই সকল সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার নির্দেশ দেন আদালত। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :