শিরোনাম
◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার, টয়লেটে রক্তাক্ত মা

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকরি করেন শামীম আহমেদ। প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সাড়ে ৬টায় বাসায় ফিরে একাধিকবার দরজা খুলতে নক করলেও কোনা সাড়া শব্দ পাননি। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সামিয়া আক্তার সোহা নামে তার ১৫ মাস বয়সী কন্যা শিশু মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। আর স্ত্রী ঊর্মি আক্তার মুক্তা রক্তাক্ত অবস্থায় টয়লেটের ভেতর পড়ে আছে।

[৩] খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় এবং রক্তাক্ত অবস্থায় শিশুটির মা ঊর্মি আক্তার মুক্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

[৪] বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার মহসিন বেপারীর চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনাটি ঘটে। 

[৫] নিহত শিশুর পিতা শামীম আহমেদে রাজবাড়ি জেলার বাড়িগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর শামীম আহমেদ অনকেটাই বাকরুদ্ধ হয়ে পড়েন।

[৬] বাড়ির মালিক মহসিন বেপারী বলেন, এ বাড়ি নতুন তৈরি করেছি। এখন পর্যন্ত নতুন বাড়িতে স্থানান্তর হইনি। কয়েকটি রুম ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম। গত ৩ দিন আগে মেঘনা গ্রুপের চাকরি করেন শামীম আহম্মেদ বাসা ভাড়া নেন। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। শিশুর মৃত্যু আর মায়ের আহতের কথা শুনে এখানে এসেছি।

[৭] ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, বিষয়টি তদন্তনাধীন। ও তদন্ত শেষে এ ঘটনার সঠিক তথ্য জানা যাবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়