শিরোনাম
◈ বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে কারাগারে পাঠানোয় অ্যামনেস্টির উদ্বেগ ◈ চারুকলায় আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ ◈ বাংলাদেশ ৩৬ দেশে পোশাক রফতানি করতো ভারতের সড়ক ব্যবহার করে  ◈ ‘মার্চ ফর গাজা’ কাল, জানতে হবে যেসব নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের ◈ সাঁতারু হিসাবে তৈরি করে ছিন্নমূল ছেলে মেয়েদের ভাগ্য গড়ে দেবে সাঁতার ফেডারেশন: মাহবুবুর রহমান শাহিন ◈ রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এটাই এই সরকারের ম্যান্ডেট: নুরুল হক ◈ সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: জামায়াত সেক্রেটারি ◈ যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায়: উপদেষ্টা ফাওজুল কবির ◈ কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে আমের ক্যারেটে ফেন্সিডিল বিক্রি, আটক ১

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): [২] মানিকগঞ্জের সিংগাইরে আমের ক্যারেটে ফেন্সিডিল (ফেনসিগ্রীপ) বিক্রির সময় মোঃ হোসেন মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮ বোতল ফেনসিগ্রীপ। গ্রেপ্তারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের মোঃ আফতাব ফকিরের ছেল।

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। এর আগে বুধবার দুপুরে সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] ওসি মোঃ জিয়ারুল ইসলাম জানান, সিংগাইর বাজারে শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেনসিগ্রীপ বিক্রি হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতর হেফাজতে থাকা ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

[৫] ওসি আরো জানান গ্রেপ্তারকৃত হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়