শিরোনাম
◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইদিনেও উদ্ধার হয়নি কুমার নদে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র

ফরিদপুর প্রতিনিধি: শহরের নিকটবর্তী কুমার নদে গোসল করতে নেমে ফারদিন শেখ (১৮) নামে কলেজ ছাত্র নিখোঁজের দুইদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেল সাড়ল ৪টার দিকে নিখোঁজ কলেজ ছাত্রের উদ্ধার কাজ চলমান রেখেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ। 

এর আগে বুধবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমার নদের টেপাখোলার মদনখালী স্লুইস গেট এলাকায় ওই কলেজছাত্র নিখোঁজ হয়। 

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজ শেখের ছেলে। সে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এদিকে নিখোঁজ ছাত্রের বাড়িতে শোকের মাতম চলছে। নিখোঁজ হওয়া ফারদিন ছিলেন তিন ভাই-বোনের মধ্যে মেজো। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফারদিন ও তার বন্ধু ফেরদৌস কোচিং শেষে বাই সাইকেল নিয়ে কুমার নদের ফরিদপুর শহরের টেপাখোলায় মদনখালী স্লুইস গেট এলাকায় গোসল করতে যায়। সাইকেল তালা মেরে সাথে কলেজ ব্যাগ রেখে গোসলে নামে দুই বন্ধু। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা নদের পানিতে গোসলে নামার পর লাফালাফির করার সময় স্রোতের বাঁকে পড়ে ফেরদৌস পানি থেকে উঠে এলেও ফারদিন পানির তীব্র স্রোতে ডুবে যায়। 

এ সময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের উদ্ধার কাজ বুধবারের মত সমাপ্ত করেন। পরেরদিন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে পারেননি বলে জানা যায়। তবে ডুবুরি দলের উদ্ধার কাজ চলমান রয়েছে বলে ডুবুরি দলের লিডার মামুন জাহেদী জানান। 

ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার কাউন্সিলর মো. নজরুল ইসলাম মৃধা জানান, ফারদিনের নিখোঁজের পর থেকেই ওই ছাত্রের বাড়িতে শোকের মাতম চলছে। কোন ভাবেই থামানো যাচ্ছে না ফারদিনের মা, বাবা ও একমাত্র বোনের কান্না। ফারদিন ছিলেন মোহাম্মদ সিরাজ শেখের দ্বিতীয় সন্তান। কুমার নদে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ নিখোঁজ ছাত্রের উদ্ধার কাজ চলমান থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমার নদে কলেজ ছাত্র নিখোঁজের খবর পাওয়ার পরেই বুধবার ৬টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রথমবার উদ্ধার কাজ চলে। রাতে ডুবুরি দল কাজ করতে পারে না বিধায় পুনরায় দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান লিডার মামুন জাহেদীর নেতৃত্বে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়