শিরোনাম
◈ সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ ◈ বাংলাদেশের এলপিজি সরবরাহকারী অক্টেন এনার্জির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ◈ বিক্ষোভের মধ্যেই ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কমিটি ঘোষণা (ভিডিও) ◈ নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই বিক্ষোভ-হাতাহাতি (ভিডিও) ◈ খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন শহিদ সেনাকর্মকর্তার স্ত্রী তাসনুভা (ভিডিও) ◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরে অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দু'টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের চকবাজার সহ বিভিন্ন বাজার তদারকিও করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

[৫] জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। এসময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

[৬] বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়