শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে মালামাল লুট ও মারধরের অভিযোগ

এএইচ সবুজ, গাজীপুর: [২] জেলা শহরের টঙ্গীতে বহুজাতিক মোটরসাইকেল কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ওয়্যারহাউজ কর্মচারীদের মারধর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোল্লা ওরফে মামুন মোল্লার (৪০) বিরুদ্ধে। 

[৩] গত শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া ছালামত মোল্লা রোডে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান হোসেন (৪৬)।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেল সংরক্ষণের জন্য ২০১৫ সালে ওয়্যারহাউজ ভাড়া নেয় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। যার মেয়াদ শেষ হয় চলতি বছরের ৩০ জুন। সে কারণেই গত ২৯ জুন ওয়্যারহাউজের যাবতীয় মালামাল ঢাকায় স্থানান্তর করার উদ্দেশ্যে কাজ করছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক ওয়্যারহাউজে ঢুকে ইনচার্জ খাইরুল কবির (৫৬) হোসেন ও ইলেক্ট্রিশিয়ান আনোয়ার হোসেন’কে (৫৭) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ওয়্যারহাউজের টেবিলের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩৫ হাজার, প্রায় ১৩ লাখ টাকার মোটরসাইকেল পার্টস ও ওয়্যারহাউজের অভ্যন্তরে থাকা প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। 

[৫] এ বিষয়ে অভিযুক্ত মামুন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

[৬] টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়