শিরোনাম
◈ কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিষয়  ◈ আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম: ওবায়দুল কাদের ◈ আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ রথযাত্রা ও কোটা বাতিলের আন্দোলন: সময় নিয়ে বের হতে বললো পুলিশ ◈ টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে, ইউরোর সেমিতে ইংল্যান্ড ◈ ‘পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে’ ◈ কোটা বাতিলের দাবিতে রোববার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী  ◈ রাজশাহীতে ওসির ‘খাম’ আদান-প্রদানের ভিডিও ভাইরাল ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ৭ পুলিশ 

এ এইচ সবুজ, গাজীপুর: [২] ঈদ ও হাজিরা বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

[৩] উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা। এ সময় শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হন। এতে করে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে শিল্প পুলিশের ওসিসহ ৭ পুলিশ সদস্য এবং পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হন।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা ঈদ বোনাস ও হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। 

[৫] পরে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে লাঠি চার্জ করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে শিল্প পুলিশের পরিদর্শকসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

[৬] এক পর্যায়ে পুলিশ তাদের সরাতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

[৭] গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, আনোয়ারা নিট কম্পোজিট মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ চেষ্টা করে। শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমিকদের অপর একটি পক্ষ হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের হেলমেট ভেঙে মাথায় আঘাত লেগেছে, তার মাথা ফেটে গেছে। এ ছাড়া আরও ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়