শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় বিপদসীমার ওপরে নদীর পানি, বন্যার আশংকা 

রিপন মিয়া, কলমাকান্দা (নেত্রকোনা): [২] তিনদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায  উব্দাখালী নদীর পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও উপজেলার গণেশ্বরী, মহাদেও, বাখলা, মঙ্গেলশ্বরী, বৈঠাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

[৩] এ অবস্থায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক। তলিয়ে গেছে প্রায় শতাধিক পুকুর। কলমাকান্দা সদরের সাথে হাট গোবিন্দপুর, বিশরপাশা ও বরুয়াকোনা পাকা সড়কের কিছু অংশ নীচু স্থান ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আবারও বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

[৪] জানা গেছে, গত শনিবার থেকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উব্দাখালী নদীসহ সবকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৬ দশমিক ৫৫ মিটার। এই পানিতে প্লাবিত হয়েছে উপজেলার কৈলাটি, বড়খাপন, পোগলা, খারনৈ, রংছাতি, কলমাকান্দা সদরের নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম।

[৫] খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কলমাকান্দা-হাট গোবিন্দপুর পাকা সড়কের বাউসাম বাজার সংলগ্ন অংশে পাকা রাস্তা ভেঙে পানি বয়ে যাচ্ছে। ভেঙে গেছে খারনৈ ইউনিয়নের খাকগড়া চৌরাস্তা এলাকায় সড়ক। 

[৬] ইউনিয়নের বাউসাম, লক্ষীপুর, শ্রীপুর, খাগগড়া, বিশ্বনাথপুর, সেনপাড়া, রুদ্রনগরসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। বেশ কিছু গ্রামীণ সড়ক পানিতে ডুবে গেছে। কয়েকটি বাড়ির উঠানে ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। আরো এক থেকে দেড় ফুট পানি বাড়লে প্রচুর পানি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে ডুবে যাবে।

[৭] কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, স্কুল বন্ধ থাকায় কতগুলো বিদ্যালয়ে বন্যার পানি এসেছে, তা সঠিক বলা যাচ্ছে না। তবে বাহাদুরকান্দা, মাইজপাড়া,নয়নাগড়, রুদ্রনগর,বাউসাম, নাগনিচারিকুমপাড়াসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠ পানি তলিয়ে গেছে। এর মধ্যে    বাউসারী ও হরিণধরাসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠসহ বিদ্যালয় ভিতর পানিতে তলিয়ে গেছে।

[৮] উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান বলেন, দুটি মাধ্যমিক ও দুটি দাখিল মাদ্রাসার মাঠ পানিতে তলিয়ে গেছে। 

[৯] পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার ৩ টার দিকে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[১০] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ঢলের পানিতে উপজেলার কিছু নিম্নাঞ্চল আবারও নতুন করে প্লাবিত হচ্ছে। আমরা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ-খবর নিচ্ছি। এখনো কেউ পানি বন্ধি হয়নি। জরুরি মুঠোফোন নম্বর খোলা হয়েছে। শুকনা খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা আছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়