শিরোনাম
◈ ইতিহাস গড়ে কোপার সেমিফাইনালে কানাডা ◈ বেড়েই চলেছে যমুনার পানি, ৫ হাজার মানুষ পানিবন্দি ◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে মুক্তির লক্ষ্যেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: নিতাই রায় চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি: [২] বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না হলে রাজপথই হবে বেগম খালেদা জিয়ার মুক্তির ঠিকানা। 

[৩] সোমবার (১ জুলাই) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

[৪] এসময় নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকার দুর্নীতিবাজ। তারা আমাদের ভোট থেকে বঞ্চিত করেছে। আমাদের কৃষি ধ্বংস করেছে। এই কৃষকেরা আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য। এই কৃষকদের নিয়ে কোন পরিকল্পনা নেই। কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই অবস্থা থেকে দেশকে মুক্তির লক্ষ্যেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এসময় তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থতা এবং সেন্টমার্টিন দ্বীপ দখলের ষড়যন্ত্র নিয়ে সরকারের নিরবতারও সমালোচনা করেন তিনি।

[৫] এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক ও সেলিমুজ্জামান সেলিম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমূখ। 

[৬] অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমূখ।

[৭] বক্তাগণ বলেন, বর্তমান সরকার বিদেশের সেবাদাসে পরিণত হয়েছে। তারা এ দেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। ওই মামলার সাথে বেগম খালেদা জিয়ার কোনই সম্পর্ক নেই। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়