শিরোনাম
◈ ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান ◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার ◈ সাংবাদিকদের সত্য তথ্য উপস্থাপন করার অনুরোধ মতিউরের স্ত্রী লাকীর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] সদর উপজেলার ৫নং কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের ধোপাবিলা গ্রামের বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

[৩] সোমবার (০১ জুলাই) দুপুরে এগুলো উদ্ধার করা হয়।

[৪] এর আগে, ঘরে একটি ককটেল বিস্ফোরিত হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন এবং বড় সাইজের একটি রামদা উদ্ধার করে।

[৫] স্থানীয়রা জানান, ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী ও ছোট শিশু সন্তানকে নিয়ে বসবাস করতেন সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎ ঘরে কেউ না থাকায় ঘরে আটকা পড়ে তার ছোট্ট শিশু। পরে স্থানীয় এক যুবক পেছনের দিকের দুরজা খুলে শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ঘরের বিভিন্ন স্থান থেকে একটি ককটেল, কৌটা, পাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, ১টি ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করা হয়। 

[৬] ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, এসব জিনিসপত্র কেন এখানে রাখা হয়েছিল বা কিভাবে এখানে আসলো, কারা এর সাথে জড়িত এ বিষয় নিয়ে তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়