শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতী নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

[৩] সোমবার (০১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ সনাক্তের জন্য পাশাপাশি পিবিআই ও সিআইডির টিম কাজ করছে বলে জানা গেছে।

[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর ধারে ভেসে আসা অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ওই এলাকার গ্রাম পুলিশ পান্নুর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা মরদেহের ব্যাপারে ফরিদপুর নৌ পুলিশকে জানায়। পরে সোমবার বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর নৌ পুলিশ। মরদে সনাক্তের জন্য নৌ পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে। 

[৫] মরদেহ উদ্ধারকারী ফরিদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন জানান, স্থানীয় থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভেসে আসা গলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরহাল রিপোর্টে দেখা গেছে মরদেহের গলায় হিন্দু সম্প্রদায়ের একটি পৌতে পাওয়া যায়। সেই হিসেবে বোঝা যাচ্ছে মরদেহটি কোন হিন্দু মহিলার। 

[৬] ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. ইদ্রিস আলী বলেন, সুরহাতহালের রিপোর্ট অনুযায়ী মরদেহটি কোন হিন্দু মহিলার বলে মনে হচ্ছে। মরদেহটি গলে বীভৎস হয়ে যাওয়ায় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ সনাক্তের জন্য পুলিশের পিবিআই ও সিআইডি টিমকে জানানো হয়েছে। মরদেহের পরিচয় জানা না গেলে ধর্মীয় বিধান অনুযায়ী সমাহিত করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়