শিরোনাম
◈ পদ্মা সেতুর সঙ্গে শেখ হাসিনার নাম মিশে গেছে: ওবায়দুল কাদের  ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ ব্রিটেনে মুসলিম অধ্যুষিত এলাকায় গাজাপন্থীদের কাছে হেরেছেন লেবার প্রার্থীরাও ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার ◈ অনেক ঝড়ঝঞ্ছা পার হয়ে পদ্মা সেতু করেছি, মাথানত করে নয় : প্রধানমন্ত্রী ◈ সাংবাদিকদের সত্য তথ্য উপস্থাপন করার অনুরোধ মতিউরের স্ত্রী লাকীর ◈ ঢাবি ছাত্র অংকন ফুটবলে গিনেস রেকর্ড গড়লেন 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ২ ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়ক পানির নিচে

এমরান পাটোয়ারী, ফেনী: [২] মাত্র ২ ঘণ্টার বৃষ্টিতে ফেনী পৌর শহরের বেশিরভাগ সড়ক পানির নিছে তলিয়ে গেছে। এতে ঐ সকল সড়কে বসবাসকারী বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছে।

[৩] সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মূষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়ে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, মিজান রোড়, একাডেমি রোড়, তাকিয়া রোড়, আবু বক্কর সড়ক, শাহীন একাডেমি রোড়, ফেনী বড় বাজারে বিভিন্ন গলি, বারাহীপুর এলাকায় বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পাঠান বাড়ী রোডসহ বিভিন্ন সড়ক পানির নিছে তলিয়ে গেছে। 

[৪] এদিকে দীর্ঘক্ষন অতি বৃষ্টির কারনে ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলমের নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে। 

[৫] ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলম জানান, শুধু মাত্র ৩০ জন পৌরসভার পরিচ্ছন্ন কর্মী শহরের বিভিন্ন খাল পরিস্কারের কাজ করছে। বাকী আরও ৩০ জন পরিচ্ছন্ন কর্মী শহরের বিভিন্ন ড্রেন পরিস্কারে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে পানি নেমে যাওয়া পূর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। 

[৬] ইবনে হাসমান হাসপাতালে চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, প্রতি বছর বৃষ্টিতে  ফায়ার সার্ভিস থেকে স্টারলাইন কাউন্টার পর্যন্ত সড়কটি পানির নিছে তলিয়ে যায়। এ স্থানটিতে বেশ কয়েকটি বেসরকারি প্রাইভেট হাসপাতাল রয়েছে এসকল হাসপাতালে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়।

[৭] বড় বাজারের ব্যবসায়ী মো. সেলিম জানান, ১ ঘণ্টা বৃষ্টি হলে বড় বাজারের গুরুত্বপূর্ণ মরিচ পট্টি, মুরি পট্রি, সওদাগর পট্টি, খাজা আহমেদ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে আমরা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বসে থাকি, পানি নেমে গেলে দোকান খুলি। বর্ষা এলে আমাদের এ সকল দুঃখ দেখার কেউ থাকে না। 

[৮] এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আমাদের সকল কাউন্সিলবৃন্দের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস ভাবে কাজ করা যাচ্ছে। এক ঘণ্টার ভিতর সকল পানি নেমে যাবে বলে আমি আশা করছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়