শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী ◈ টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত ◈ ১৫ জুলাই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে  ◈ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ: ডা. জাহিদ ◈ এইচএসসির দ্বিতীয় দিনে আট বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০ পরীক্ষার্থী ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের, বুধবার থেকে অবস্থান কর্মসূচি ◈ টানা ভারী বর্ষণে সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক ◈ দুদকের মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০১:৪৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসেলস ভাইপার: ফরিদপুরের কৃষকদের দেওয়া হলো গামবুট

হারুন-অর-রশীদ: রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফরিদপুরের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। 

রোববার (৩০ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে কৃষকদের হাতে গামবুট তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলখ্যাত নর্থচ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের দুই শতাধিক কৃষক এ গামবুট পান। 

জেলা প্রশাসন বলছে, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের কৃষকদের মাঝে এ গামবুট বিতরণ করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, 'রাসেলস ভাইপারের ভয়ে কৃষকরা ক্ষেতে ফসল তুলতে যেতে পারছিলো না। কৃষকদের কথা চিন্তা করে সাপের কামড় থেকে বাঁচাতে গামবুট দেওয়া হয়েছে। চরাঞ্চলের কৃষকদের মাঝে আজ গামবুট দেওয়া হলো। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের চাষীদের মাঝে গামবুট বিতরণ করা হবে।' 

তিনি আরো বলেন, 'এছাড়া সচেতনতায় মাইকিং সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত এ্যান্টিভেনম মজুদ করা হয়েছে। চরাঞ্চলের কোনো চাষীকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে আনার জন্য স্পীড বোর্টের ব্যাবস্থাও রাখা হয়েছে। কৃষকের সকল ধরনের সহযোগিতা করা হবে। জেলা প্রশাসন কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।'

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, সম্প্রতি ফরিদপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। সাপের আতংকে ক্ষেতে যাচ্ছেনা কৃষক। ক্ষেতেই অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সাপের কামড়ে একাধিক ব্যাক্তির মৃত্যু হয়েছে, চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন বেশ কয়েকজন। রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে জেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়