শিরোনাম
◈ ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী ◈ টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত ◈ ১৫ জুলাই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে  ◈ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ: ডা. জাহিদ ◈ এইচএসসির দ্বিতীয় দিনে আট বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০ পরীক্ষার্থী ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের, বুধবার থেকে অবস্থান কর্মসূচি ◈ টানা ভারী বর্ষণে সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক ◈ দুদকের মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ১০:০৩ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৪, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

রায়হান আবিদ, বাকৃবি: [২] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখা এবং বিশ্ববিদ্যালয়ের পুলিশের তৎপরতায় প্রায় ৬কেজি গাঁজাসহ আটক হয়েছে এক নারী। 

[৩] রবিবার (৩০জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রহ্মপুত্র নদের পাড় সংলগ্ন বৈশাখী চত্বর থেকে স্যুটকেসসহ ওই নারীকে আটক করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় এনে স্যুটকেস তল্লাশি করে প্রায় ৬ কেজি গাঁজার চারটি ব্যাগ পাওয়া যায়। 

[৪] জানা যায়, ওই নারীর নাম শিউলি আক্তার। তার বাসা কুমিল্লার নাঙ্গলকোট এলাকায়। 

[৫] বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো নজমুল ইসলাম বলেন, ‘বিকেল ৬টায় জানতে পারি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে একজন নারী স্যুটকেসসহ বসে ছিল। নিরাপত্তা জোন-১ এর নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের পুলিশদের অবহিত করলে সন্দেহভাজন নারীকে নিরাপত্তা শাখায় নিয়ে আসে।

[৬] বিশ্ববিদ্যালয়ের পুলিশ ও প্রক্টরের উপস্থিতিতে স্যুটকেস খোলা হলে ভিতরে চারটি ব্যাগে প্রায় ৬ কেজি গাাঁজা পাওয়া যায়। ’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের উপস্থিতে নিরাপত্তা শাখা থেকে ওই নারীকে গাঁজাসহ কোতোয়ালী থানায় সোদর্প করা হয়। 

[৭] প্রক্টর জানান, গাঁজাসহ আটককৃত কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। প্রায় ৬ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়