শিরোনাম
◈ আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত  ◈ খালেদা জিয়া ফের অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে ভর্তি  ◈ প্রধানমন্ত্রী আজ চীন যাচ্ছেন, সই হতে পারে ২০টি সমঝোতা স্মারক  ◈ কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে বাংলা ব্লকেড  ◈ চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী: জি এম কাদের ◈ কোটাবিরোধী আন্দোলনে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাবাসী ◈ বিদায়ী অর্থবছরে প্রবাসিরা পাঠিয়েছেন ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ ডলার ◈ কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল: শিক্ষামন্ত্রী ◈ বিরোধীদলীয় নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল ◈ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত ৬, আহত ৩০

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

সনত চক্রবর্ত্তী ফরিদপুর: [২] ফরিদপুর শহরে ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কারণে তিন দোকান মালিককে করা হয় জরিমানা।

[৩] রোববার (৩০) জুন দুপুরে শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ।

[৪] অভিযানে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকার অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

[৫] ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ওই দোকানগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়