শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলপথের পাশাপাশি সড়ক পথ স্থাপন, পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার

রতন কুমার, ডোমার(নীলফামারী): [২] বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথের সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের। নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর হবে দেশের গুরুত্বপূর্ণ  স্থলবন্দর। 

[৩] বন্ধু প্রীতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। ফলে বদলে যাবে এলাকার আত্ম সামাজিক উন্নয়নের চিত্র। রবিবার চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট রেলপথ পরিদর্শন কালে ভারতীয় রাজশাহী বিভাগীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার রায় উক্ত কথাগুলি বলেছেন।

[৪] ভারতীয় সহকারি হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ী জিরো পয়েন্টে রেল সংযোগ স্থাপনা পরিদর্শন কালে রেলের পাশাপাশি ভারতের সাথে সডক সংযোগের স্থান পরিদর্শন করেন।

[৫] এসময় ,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান, জেলা ড্রাগ এসোসিয়েশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ  নেছার উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়