শিরোনাম
◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কিশোরগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির ◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই, প্রধান অতিথি শেখ হাসিনা

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনে ৫২ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ এক স্কুল শিক্ষক হত্যার ঘটনায় বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকসহ ৫২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

[৩] শনিবার বিকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, এই মামলার প্রধান আসামি রানীহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) ও শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।

[৫] ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতে নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। হত্যা মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়। একই সঙ্গে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের নাম রয়েছে। মামলা দায়েরের পর পুলিশ এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

[৬] এদিকে নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদি হয়ে মামলা করলেও নিহত আব্দুল মতিনের পরিবার কোন মামলা করেনি।

[৭] উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম তার সঙ্গীদের নিয়ে বসেছিলেন। এসময় দুর্বৃত্তরা অতর্কিতে ককটেল, গুলি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আব্দুস সালাম ঘটনাস্থলে এবং আব্দুল মতিনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

[৮] নিহত সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের এত্তাজ আলীর ছেলে। অপরজন হলেন একই ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মান্নান আলীর ছেলে আব্দুল মতিন। তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়