শিরোনাম

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৪, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালদা নদী থেকে দুটি মৃত মা কাতল মাছ উদ্ধার

মোহাম্মদ হোসেন, হাটহাজারী: [২] চট্টগ্রামের হালদা নদী থেকে দুটি মৃত মা (কাতল) মাছ উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা উপজেলার উত্তর মাদার্শার কুমারখালি ঘাটে প্রায় ১০ ও ১৬ কেজি ওজনের মাছ ২টি নদীতে ভাসতে দেখে মৎস্য অফিসে অবহিত করেন।

[৩] সূত্রে জানা যায়, উদ্ধার করা ১টিতে কানকোর নিয়ে বঁড়শির আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সুলতানা বাপের ঘাট এলাকা থেকে উদ্ধার করা মাছটি পঁচে গলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

[৪] হালদা গবেষক ড.মনজুরুল কিবরিয়া জানান, কয়েক দিনের মধ্যে ৪টি ব্রুড মাছ এবং ১টি ডলফিন মারা যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বিবেচনা করছেন।

[৫] স্থানীয়রা জানান, হালদা নদীর শাখাখালের মাধ্যমে প্রতিনিয়ত হালদায় ট্যানারী, পোল্ট্রি, বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। বিগত কিছু দিনে ৪ টি মা মাছ ও ১ ডলফিনের মৃত্যু হয়েছে। ইদানিং হালদায় মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ড বেড়েই চলেছে যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়