শিরোনাম
◈ বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শেখ হাসিনা ◈ সুন্দরবনের মধু বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে: মন্ত্রণালয় ◈ মতিউর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি  ◈ বেনজীরের ৪টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ  ◈ সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছুই নয়: ওবায়দুল কাদের ◈ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস ◈ ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৫ ◈ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল ◈ শিক্ষার চেয়ে বিয়েতে দ্বিগুণ খরচ ভারতীয়দের

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ১০:১০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত গলিত মরদেহের অংশ উদ্ধার 

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: মাগুরা মহম্মদপুরের মধুমতি নদীর শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শে, থানা সংলগ্ন ঘাট থেকে অজ্ঞাত গলিত এক মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে এই মরাদেহের কোমর থেকে ২টি পায়ের গলিত অংশ উদ্ধার করে নৌ পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল মধুমতি নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয় টি পুলিশকে অবহিত করলে  মহম্মদপুর থানা পুলিশের একটি টিম নদী পাড়ে গিয়ে লাশটি দেখতে পান।পরে মরাদেহের খবর পেয়ে মাগুরা থেকে সিআইডি টিম,ঝিনাইদহ থেকে পিবিআই টিম ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন।পরে সকল বাহিনীর প্রচেষ্টায় মরদেটির সুরতহাল করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে এই মরদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে এই মারদেহটি অন্তত একমাস পূর্বের। দুরের কোথাও থেকে ভেষে আসছে। মরদেহের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন (ক্রাইম) ঘটনাস্থলের ছুটে আসেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম জানান, মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়