শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২৪, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় আওয়ামী লীগ নেতা ডাক বাবু হত্যার দুই পলাতক আসামি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, পাবনা প্রতিনিধি: পাবনার চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ডাক বাবু হত্যার দুই পলাতক আসামি জামরুল সরদার(৪০) ও উজ্জ্বল খাঁ(৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

আটককৃত জামরুল সরদার সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের বক্কার সরদারের ছেলে এবং উজ্জ্বল খাঁ একই গ্রামের খোরশেদ খাঁর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব সদস্যরা ডাক বাবু হত্যার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে প্রথমে জামরুল সরদারকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার হলুদবাড়িয়া থেকে উজ্জ্বল খাঁকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা বলেছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পাবনা সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, গত ৮ জুন রাতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডাক বাবুকে গুলি করে হত্যা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়