শিরোনাম
◈ চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা কত টাকা বেতন পেতেন? ◈ জানলে চমকে যাবেন, সরকারের মেট্রোরেল মেরামতে সাশ্রয় হয়েছে কত টাকা?  ◈ নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সংস্কার নিয়ে সংলাপের চিন্তা: অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনি আইন ◈ (১৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক ◈ বাংলাদেশের ওয়ার্ক পারমিট বৈধতা স্থগিত করল ইতালি (ভিডিও) ◈ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে ◈ হাসিনা সরকার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল পিটার হাস্‌কে নিয়ে অস্বস্তির কথা ◈ পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ভূমিহীন-গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর উপহার 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুর সদর উপজেলার ৭০ টি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঘরের উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়৷ এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে নতুন ঘর উপহার পেয়ে হাসি ফুটিয়েছে এসব পরিবারের মাঝে। 

[৩] লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। 

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০ টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০ টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মাঝেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

[৫] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১ টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে এখন আরও ৭০ টি পরিবার নতুন করে ঘর পেয়েছেন। 

[৬] নতুন ঘর পেয়ে উপকারভোগীরা বলেন, বর্তমান সরকার আমাদের মতো গরিবের দিকে তাকানোর ফলে থাকার জায়গা পেয়েছি। অন্তত নিজের বলে তো কিছু একটা আছে। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি শেখ মুজিবের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাকে যেন ভালো ও সুস্থ রাখে। তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়