শিরোনাম
◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহহীন-ভূমিহীন মুক্ত হচ্ছে ভোলার বোরহানউদ্দিন

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন: আগামীকাল মঙ্গলবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ৩৬৫টি ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে দ্বীপ জেলার বোরহানউদ্দিন উপজেলা।

সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান-উজ্জামান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির আওতায় বোরহানউদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হতে যাচ্ছে। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে। 

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় ৫ম পর্যায়ে  ২৩৩টি একক ঘর এবং আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউস প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১৩২টি একক ঘরহস্তান্তর করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত ২৯২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়