শিরোনাম
◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু ◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন। 

[৩] বৃহস্পতিবার (৩০ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন জটিলরোগে ভুগছিলেন। 

[৪] মনজুর হোসেনের স্ত্রী সেলিনা আক্তার মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, তিনি দীর্ঘ দুইমাস যাবৎ অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে মারা যান তিনি।

[৫] পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। মনজুর হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

[৬] তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়