শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের লালদিঘীর পাড় হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট

মারুফ হাসান: [২] সিলেটের লালদিঘীর পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

[৩] সোমবার (২ মে) রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না। আগুন নিয়ন্ত্রণে আসার পর তা জানা যাবে।

[৪] শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।

[৪] দীর্ঘ সময় পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে বড় আকার ধারণ করছে। আগুন নিভাতে বিভিন্ন জেলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট নিয়ে আসা হয়েছে।

[৫] আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কিছু বলতে পারছেন না। তবে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। 

[৬] ফায়ার সার্ভিসের সঙ্গে একত্র হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে এলাকাবাসী।

[৭] সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অগ্নি কাণ্ডের খবরে ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন। পানি সংকট দেখা দেয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।

[৮] মুখলেছুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, তার লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে গেছে। 

[৯] ব্যবসায়ী বলেন বলেন, ঈদের বেচাকেনা করে রাত আড়াইটাই বাসায় সেহরী খেতে যায়। তার পর তার কর্মচারী দৌড়ে গিয়ে অগ্নিকাণ্ডের খবর দেয়। দ্রুত ছুটে আসি। এসে দেখি সারা মার্কেটে ভয়াবহ আগুন। সব শেষ হয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়