শিরোনাম

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু 

সোলায়মান মোহাম্মদ, শ্রীপুর(গাজীপুর): [২] গাজীপুরের শ্রীপুরে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে ফাতেমা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

[৩] শনিবার(১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফাতেমা খাতুন(৪৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। 

[৪] শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. তানসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে ফাতেমা বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। এই সময় হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে তিনি  গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়