ইমন মাহমুদ, ভৈরব (কিশোরগঞ্জ): [২] কিশোরগঞ্জের ভৈরবে ষ্টুডিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা কেনাবেচা করে আসছিল জোবাইর আহাম্মেদ নামে মাদক কারবারী। সে শ্রীনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
[৩] গতকাল সন্ধায় শ্রীনগর বাজারের তার ষ্টুডিও থেকে ১৮৮৪ পিস ইয়াবাসহ আটক করে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা।
[৪] র্যাব কমান্ডার ফাহিম ফয়সাল জানান, তথ্যের ভিত্তিতে শ্রীনগর বাজারে গত ৩ মে শূক্রবার সন্ধায় জোবাইর আহাম্মেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ফটোমেলা ডিজিটাল ষ্টুডিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জোবাইয়েরকে আটক করা হয়। পরে তার দেখানো মতে দোকানের ড্রয়ারে রক্ষিত ১৮৮৪ পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করে র্যাব সদস্যরা।
[৫] গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে মাদক কারবারী চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রয় করে মর্মে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ব্যাপারে র্যাব বাদী জোবাইয়ের আহমেদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :