শিরোনাম
◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইজিবাইক চুরির মামলা 

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ তিন জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় ব্যাটারী চালিত ইজিবাইক চুরির মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার ১ নাম্বার আসামি মো. লেবু মিয়া (৩১) ও ২ নাম্বার আসামি সবুজ মিয়াকে (২২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

[৩] ওই মামলায় মো. মারুফকে (মারুর হাসান) তিন নাম্বার আসামি করা হয়েছে। তিনি উপজেলার হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের মো. জহুরুল হকের ছেলে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মারুফ।

[৪] উপজেলার টগারচর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গত ১৭ এপ্রিল মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন।

[৫] মোবাইল ফোনে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ওই মামলায় উদ্দেশ্যপ্রনোদিত আসামি করা হয়েছে। 

[৬] এ ব্যাপারে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার চাচা মারা গেছেন। পারিবারিক ভাবে আমরা এখন শোকাহত। 

[৭] তবে খোঁজখবর নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

[৮] মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহামেদ বলেন, অটোরিকশা চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মারুফ। তিনি হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি না সেটা আমি জানি না। বাদী মামলায় আসামি করেছে। আমরা এখন তদন্ত করে দেখছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়