শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইজিবাইক চুরির মামলা 

খাদেমুল বাবুল, জামালপুর: [২] জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ তিন জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় ব্যাটারী চালিত ইজিবাইক চুরির মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার ১ নাম্বার আসামি মো. লেবু মিয়া (৩১) ও ২ নাম্বার আসামি সবুজ মিয়াকে (২২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

[৩] ওই মামলায় মো. মারুফকে (মারুর হাসান) তিন নাম্বার আসামি করা হয়েছে। তিনি উপজেলার হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের মো. জহুরুল হকের ছেলে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মারুফ।

[৪] উপজেলার টগারচর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গত ১৭ এপ্রিল মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন।

[৫] মোবাইল ফোনে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ওই মামলায় উদ্দেশ্যপ্রনোদিত আসামি করা হয়েছে। 

[৬] এ ব্যাপারে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার চাচা মারা গেছেন। পারিবারিক ভাবে আমরা এখন শোকাহত। 

[৭] তবে খোঁজখবর নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

[৮] মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহামেদ বলেন, অটোরিকশা চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি মারুফ। তিনি হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি না সেটা আমি জানি না। বাদী মামলায় আসামি করেছে। আমরা এখন তদন্ত করে দেখছি। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়