আরিফুল ইসলাম : [২] রোববার (০১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ব্রীজ এলাকার ঝিনাই নদীতে এই দুঘটনা ঘটে। এঘটনায় ৬মাসের শিশুসহ তার মা আহত হয়েছেন।
[৩] বাসাইল উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি জানান।
[৪] জানা যায়, গাজিপুরের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত প্রায় একহাজার গার্মেণ্টস কর্মি এবং তাদের স্বজনরা জেলার ভাওয়াল মির্জাপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আসার জন্য চারটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে। প্রতিটি নৌকায় দুই শতাধিক যাত্রি নিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রীজ এলাকায় পৌঁছায়। তিনটি নৌকা ব্রীজের নিচ দিয়ে ভালভাবে পার হলেও চতুর্থ নৌকাটি ব্রীজের টেষ্টপাইলের সাথে লেগে তলায় ছিদ্র হয়ে যায়। নৌকায় পানি উঠে ডুবে যাবার উপক্রম হলে যাত্রিদের হুড়োহুড়িতে ৬মাস বয়সি এক শিশুসহ তার মা আহত হন। অল্প স্রোত থাকায় স্থানীয়দের সহায়তার এসময় যাত্রিরা সাঁতরে পাড়ে উঠেন।
[৫] ‘সাদ গ্রুপে’ এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের কর্মরত নৌকার যাত্রী শাহজাদপুরের নূরুল্লাহ্ বলেন,আমাদের নৌকায় শিশুসহ প্রায় আড়াইশত যাত্রী ছিলো। ব্রীজের পাশের টেষ্টপাইলের সাথে ধাক্কা লেগে আমাদের নৌকা ডুবে যায়।অনেক কষ্টে সাঁতরে তীরে উঠতে পারলেও মালামাল হারিয়ে যায়।
[৬] উদ্ধারকারী নৌকার মালিক নথখোলার কবির হাসান বলেন, খবর শোনার পর দ্রুত এসে যাত্রিদের মধ্যে থাকা শিশু এবং মালামালগুলি উদ্ধার করি। এই পিলারে ইতিপূর্বেও তিনবার দূর্ঘটনা ঘটায় উপজেলা চেয়ারম্যানকে পিলারটি অপসারনের জন্য এলাকাবাসী অনুরোধ করেছেন।
[৭] বাসাইল উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাকিবুল হাসান বলেন,ঘটনাস্থলে গিয়ে আমরা দূর্ঘটনা কবলিতদের দ্রুত উদ্ধার করায় নিহতের কোন ঘটনা ঘটেনি।
[৮] এব্যাপারে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, এলাকাবাসীর অনুরোধের পর আমি রোডস এ্যান্ড হাইওয়ের সাথে অপসারনের বিষয়ে কথা বলেছি।এ বিষয়ে আবারো তাদেরকে অনুরোধ করা হবে। সম্পাদনা : জেরিন
আপনার মতামত লিখুন :