শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবসমাজকে প্রশিক্ষিত করে ফরিদপুরে ঘরে ঘরে চাকরী দেওয়া হবে: এ.কে. আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: [২] ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেছেন, ফরিদপুরের গেরদাতে আমি একটি ট্রেনিং সেন্টার খুলেছি সেখানে বিনা পয়সায় প্রশিক্ষণ প্রদান করে এক থেকে তিন মাসের মধ্যে অ্যাপোয়েনমেন্ট লেটার দিয়ে চাকরীতে পাঠাচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে ফরিদপুরে আমার আসনের বেকার যুবসমাজকে প্রশিক্ষিত করে ঘরে ঘরে চাকরীর নিশ্চয়তা দেওয়া হবে।

[৩] বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষাণচর হামিদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] প্রধান অতিথির বক্তব্যে এ.কে. আজাদ আরো বলেন, 'ফরিদপুরে মানসম্মত শিক্ষা ব্যাবস্থা নিশ্চিতে আমি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। বর্তমানে আমাদের ছেলে-মেয়েদের সার্টিফিকেট শিক্ষার উপর গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবভিত্তিক শিক্ষার অভাব রয়েছে। আমি ফরিদপুরের উচ্চ পর্যায়ের শিক্ষাবিদ ও জেলার প্রধানদের সাথে সভা করেছি। আমার আসনের শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করেছি। অভিভাবকরাও নিজেদের ছেলেমেয়েদের দিকে নজর রাখবেন, তারা কি করছে, কি শিখছে তা খেয়াল করবেন। শুধু শিক্ষক দিয়ে তাদের ছেড়ে দিবেন না।'

[৫] এ.কে. আজাদ বলেন, 'বছরে একবার বা দু'বার এরকম ত্রাণ সহায়তা দিয়ে আপনাদের সমস্যার সমাধান করা যাবে না। আপনারা আপনাদের সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করেন, আমি আপনাদের প্রতিটা ঘরে ঘরে চাকরীর নিশ্চয়তা দেব। তখনই হবে আপনাদের প্রতি আমার স্থায়ী সহায়তা দেয়া। এতে আপনার সন্তান স্বাবলম্বী হবে, আপনার পরিবারটা স্বাবলম্বী হবে।'

[৬] এদিন তিনি ফরিদপুর সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৫ হাজার ৪'শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। সকালে অম্বিকাপুর ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ শেষে তিনি চরমাধবিদিয়া ইউনিয়নের চরবালুধুম এলাকায় ৯'শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। পরে সেখান থেকে তিনি নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ভবনে ঈদ সামগী বিতরণ করেন। এদিকে দুপুরে আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া হাটে ঈদ সামগ্রী বিতরণ শেষে কৈজুরী ইউনিয়নের আকন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করেন। পরে বিকেলে তিনি কানাইপুর ইউনিয়নের কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ শেষে শহরের বদরপুর মারকাজ মসজিদে আসরের নামাজ আদায় করেন।

[৭] এসকল অনুষ্ঠানে এমপির সাথে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত তানিয়া, পৌর সাবেক কাউন্সিলর ও সামজাসেবক মাসুদা বেগম বুলু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সি, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ চ্যোরম্যান ওমর ফারুক ডাবুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়