শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের ফ্যান চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম, রায়পুরা: [২] নরসিংদীর রায়পুরায় রাতে একটি স্কুলের সিলিং ফ্যান চুরি করতে গিয়ে গণপিটুনিতে আল আমিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। 

[৩] গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

[৪] রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এমএফ আইডিয়েল হাই স্কুলে ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে।

[৫] গণপিটুনিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মুঠোফোনে নিশ্চিত করেন উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব। 

[৬] পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে লোচনপুর বাজার সংলগ্ন এমএফ আইডিয়েল হাই স্কুলের একটি কক্ষে সিলিং ফ্যান চুরি করতে যান যুবক আল আমিন। স্কুলটিতে সিসিটিভি ক্যামেরা থাকায় ঘরে বসেই ওই ঘটনা ফোনে দেখতে পান প্রধান শিক্ষক বিপ্লব মিয়া। পরে তিনি লোকজন নিয়ে চোরকে আটক করেন। সকালের দিকে উত্তেজিত লোকজন ওই যুবককে গণপিটুনি দিয়ে দুপুরে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। বিকেলে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনার পর মারা যান তিনি।

[৭] নিহতের ভাতিজা সুজন মিয়া মুঠোফোনে জানান, আল আমিন আগে থেকেই চুরি পেশায় জড়িত এবং চুরির টাকায় মাদক সেবন করতেন। পাঁচ বছর আগে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করনেনি তিনি। দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর সংসার। গতরাতে লোচনপুরে একটি স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়লে লোকজন গণপিটুনি দেয়। এতে আল আমিনের কোমরসহ সারা শরীরে আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মারা যান তিনি।

[৮] এ বিষয়ে জানতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এমএফ আইডিয়েল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব মিয়ার ফোনে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি তিনি। ফলে ঘটনা সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

[৯] রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, চুরির ঘটনায় ওই যুবককে মারধর করা হয়। আহত যুবককে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়ার পর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়