শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানেজার অপহৃত, ১ লাখ টাকা ও ১৪টি অস্ত্র লুট

বান্দরবানে দুদিনে তিন সরকারি ব্যাংকে ডাকাতি

বাবুল খাঁন, বান্দরবান: [২] মঙ্গলবার রাতে রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হানা দেওয়ার পর বুধবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তারা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে জানা গেছে। 

[৩] সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, মঙ্গলবার রাতে রুমা থেকে কোন টাকা নিতে পারেনি। থানচি উপজেলায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ টাকা নিয়েছে। 

[৪] জানা গেছে, মঙ্গলবার রাতে রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে তারাবির নামাজ থেকে ধরে নিয়ে আসে সন্ত্রাসীরা। কিন্তু তখন ভল্টের চাবি তার কাছে ছিল না। চাবি চিল তার বাসায়। তখন তারা ম্যানেজারকে ধরে নিয়ে যায়। ব্যাংক এলাকায় নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ, আনসার ও সিকিউিরিটি গার্ডদের ১৪টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়। ম্যানেজারকে উদ্ধারের জন্য পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে। 

[৫] বুধবার বেলা একটার দিকে থানচি সদরের  শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে শাহজাহানপুরের দিকে চলে যায়। 

[৬] মঙ্গলবার রাতেই সেনাবাহিনী ও পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা রুমা ও থানচি উপজেলা শহরে নিরাপত্তা জোরদার করেছে। তা সত্ত্বেও আতঙ্ক রয়েছে জনমনে। 

[৭] ঘটনার পর রুমা ও থানচি উপজেলায় পর্যটকবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। জেলার অন্য ৫টি উপজেলার ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। 

[৮] থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ডাকাতির সময় ফাঁকা গুলি বর্ষণ করে লোকজনদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

[৯] রুমা ও থানচির ঘটনার প্রসঙ্গে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তারা পুলিশ ও আনসারের অস্ত্র নিয়েছে, ম্যানেজারকে তুলে নিয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়