শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী 

শামীম মীর, গৌরনদী (বরিশাল): [২] এক সময়ের চরমপন্থি অধ্যুষিত এলাকা বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরন ঘটিয়েছে অজ্ঞাতনামা দূবৃত্তরা।  এতে আতংকিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসি। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামাত সংগ্রহ করেছে। 

[৩] স্থাণীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ১টি বোমা দোকানের সামনে ও বাড়ির ভেতরে একাধিক বোমা  বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] স্থানীয় মোঃ চন্নু বালী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল রাত আড়াইটার দিকে তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এসময় বোমার বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুতভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। 

[৫] সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফোরকান আহম্মেদ বলেন, ৯৯৯ জরুরী সেবার ফোন পুলিশ ঘটস্থলে পৌছে বোমার আলামাত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়