শিরোনাম
◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী 

শামীম মীর, গৌরনদী (বরিশাল): [২] এক সময়ের চরমপন্থি অধ্যুষিত এলাকা বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরন ঘটিয়েছে অজ্ঞাতনামা দূবৃত্তরা।  এতে আতংকিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসি। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামাত সংগ্রহ করেছে। 

[৩] স্থাণীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ১টি বোমা দোকানের সামনে ও বাড়ির ভেতরে একাধিক বোমা  বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] স্থানীয় মোঃ চন্নু বালী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল রাত আড়াইটার দিকে তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এসময় বোমার বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুতভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। 

[৫] সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফোরকান আহম্মেদ বলেন, ৯৯৯ জরুরী সেবার ফোন পুলিশ ঘটস্থলে পৌছে বোমার আলামাত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়