শিরোনাম
◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ◈ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী 

শামীম মীর, গৌরনদী (বরিশাল): [২] এক সময়ের চরমপন্থি অধ্যুষিত এলাকা বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরন ঘটিয়েছে অজ্ঞাতনামা দূবৃত্তরা।  এতে আতংকিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসি। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামাত সংগ্রহ করেছে। 

[৩] স্থাণীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ১টি বোমা দোকানের সামনে ও বাড়ির ভেতরে একাধিক বোমা  বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] স্থানীয় মোঃ চন্নু বালী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল রাত আড়াইটার দিকে তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এসময় বোমার বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুতভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। 

[৫] সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফোরকান আহম্মেদ বলেন, ৯৯৯ জরুরী সেবার ফোন পুলিশ ঘটস্থলে পৌছে বোমার আলামাত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়