শিরোনাম
◈ চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা কত টাকা বেতন পেতেন? ◈ জানলে চমকে যাবেন, সরকারের মেট্রোরেল মেরামতে সাশ্রয় হয়েছে কত টাকা?  ◈ নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সংস্কার নিয়ে সংলাপের চিন্তা: অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনি আইন ◈ (১৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক ◈ বাংলাদেশের ওয়ার্ক পারমিট বৈধতা স্থগিত করল ইতালি (ভিডিও) ◈ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে ◈ হাসিনা সরকার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল পিটার হাস্‌কে নিয়ে অস্বস্তির কথা ◈ পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা হাসপাতালে

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল): [২] ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার গোড়াই এলাকায় ডাকাত দলের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

[৩] মঙ্গলবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা নাটোর জেলার সিংড়া উপজেলার জাহিয়া গ্রামের কুবির সাহার ছেলে সুভাষ চন্দ্র। বর্তমানে তিনি গাইবান্ধা ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

[৪] পুলিশ জানায়, পুলিশের ইনচার্জ সুভাষ চন্দ্র গতকাল ঢাকায় একটি মামলার সাক্ষী দেওয়া শেষে রাতের দিকে বাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌঁছালে একদল ডাকাত বাসের ভেতর উঠে ডাকাতি শুরু করে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। 

[৫] পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। যাত্রীবাহী বাস ও ডাকাত দলের সদস্য সোহেল রানাকে আটক করেছে গোড়াই হাইওয়ে পুলিশ।

[৬] এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আনিসুজ্জামান জানান, সংবাদ পেয়ে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। গোড়াই ও টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সদস্যরা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়