আয়াছ রনি, কক্সবাজার: [২] কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিলো প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রায়। রেলসচিব মো. হুমায়ুন কবির এ টেনযাত্রার উদ্বোধন করেন করেন বলে জানান কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়।
[৩] রেলওয়ে সূত্র জানায়- প্রথম ট্রেন শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ২০ বগির কক্সবাজার এক্সপ্রেস। এতে যাত্রী ছিল ১ হাজার ২০ জন। ট্রেনটি রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার কমলাপুরে পৌছে। ফিরতি ট্রেন ১৩০০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে স্টেশন ছাড়ে রাত সাড়ে ১০টায়।
[৪] শুক্রবার সকাল থেকে যাত্রীদের কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আসা শুরু হয়। বেলা ১১টা থেকে টিকেট চেক করে যাত্রীদের বগিতে তোলা শুরু হয়। এসময় ফুল ও চকলেট দিয়ে অভিবাদন জানানো হয় যাত্রীদের।
[৫] কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির সময় ধরা হয়েছে ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার রাখা হয়েছে।
[৬] ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।
[৭] কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশনা দেন। সম্পাদনা: মুরাদ হাসান
প্রতিনিধি/এমএইচ/এনএইচ
আপনার মতামত লিখুন :