শিরোনাম
◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান  ◈ আগরতলায় ভিসা কার্যক্রম শুরুর প্রথম দিন জমা পড়ল ১২০ আবেদন ◈ প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের সুপারিশ ◈ বিপিএলে ফাইনালের টিকিট কে পাবে? খুলনা না চিটাগং, জানা যাবে আজ রাতে ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে কী বলছে আওয়ামী লীগ? ◈ বাসিন্দাদের সরিয়ে গাজার মালিকানা নিতে চান ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকায় বাড়ছে অপরাধ, জড়িতদের অধিকাংশ কিশোর ◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, রেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মো. মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হবার পাঁচ ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ বর্তমানে স্বাভাবিক হয়েছে। 

[৩] আব্দুলপুর রেলস্টেশন এর স্টেশন মাস্টার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পার্বতীপুর থেকে ঢাকা গামী মালবাহী ট্রেনটি আব্দুলপুরে এলে সেখানে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়। 

[৪] বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকসী) নূর মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। এবং সাড়ে পাঁচটার দিকে আমরা উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচলের জন্য একটি লাইন উন্মুক্ত করে দেয়া হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

[৫] এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়