শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৩, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে নয়াপাড়া সড়কের বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

শ্রীনগরে নয়াপাড়া সড়কের বেহাল দশায় ভোগান্তি

অমিত খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): [২] জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার একটি সড়কের বেহাল দশায় মানুষের চলা ফেরায় ভোগান্তি হচ্ছে। ওয়ার্ডটির হাফেজ মোল্লার বাড়ি থেকে মোসলেম বাবুর্চির দোকান সংলগ্ন সেতু হয়ে পাকা সড়ক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ইট সলিং রাস্তাটি নাজুক হয়ে পড়েছে। 

[৩] অভিযোগ উঠেছে, এলাকার মাটি ব্যবসায়ীদের ড্রাম ট্রাক ও ট্রলির দৌরাত্বে রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। মাটি ভর্তি ট্রাকের ওভারলোডিংয়ে রাস্তার ডেবে যাওয়ার পাশাপাশি ইট উঠে গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খানের হস্তক্ষেপে মাটির গাড়ির চলাচল বন্ধে সড়কের একদিকে সিমেন্টের খুঁটি গেড়ে দেওয়া হয়। এতেও সড়কটির শেষ রক্ষা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
 
[৪] ভুক্তভোগী পথচারীরা জানান, নয়াপাড়ার রাস্তাটি হাঁসাড়া ফিলিং স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ায় অত্র এলাকাবাসী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বেশী দিন হয়নি নয়াপাড়ার রাস্তায় ইট বিছানো হয়েছে। অথচ মাটি ব্যবসায়ীদের ভরাট বাণিজ্যে এ রাস্তায় ড্রাম ট্রাক ও মাহিন্দ্র ট্রলির অবাদ চলাচল শুরু হয়। এতে সড়কটি হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য হালকা যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

[৫] সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে ইট উঠে গেছে। অনেকাংশে রাস্তার ইট ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
 
[৬] এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে রাস্তাটি দেখে এসেছি। মাটির গাড়ির আসা যাওয়া করার ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক মাস আগে চেয়ারম্যানের নির্দেশে খুঁটি গেড়ে দিয়েছি। এখন নয়াপাড়া রাস্তায় মাটির গাড়ি চলাচল করতে পারে না। তবে রাস্তাটি নাজুক হয়ে পরেছে। এই রাস্তার হুমায়ুন মোল্লার বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট কাঁচা রাস্তার সংস্কারের কথা হচ্ছে। বরাদ্দ হলে তখন পুরো রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ইউপি চেয়ারম্যান সাবের সাথে এই বিষয়ে দ্রুত আলোচনা করবো। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়