শিরোনাম

প্রকাশিত : ০৯ জুন, ২০২২, ০৯:৫৯ রাত
আপডেট : ০৯ জুন, ২০২২, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত বাস চলাচল

বাংলাদেশ-ভারত

মিনহাজুল আবেদীন: করোনা মহামারির কারণে ২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল শুরু হচ্ছে। শুক্রবার (১০ জুন) সকাল ৭ টা থেকে এ বাস চলাচল শুরু হবে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি ৪টি রুটে আগামীকাল থেকে বাস সেবা পুনরায় চালু হবে এবং আগামীকাল সকাল ৭টায় প্রথম বাসটি মতিঝিল থেকে ছেড়ে যাবে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনার সংক্রমণ শুরুর পর বাস ও রেল সেবা স্থগিত করা হয়। বাস সেবা স্থগিত করার আগে ৫টি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা। ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়