শিরোনাম

প্রকাশিত : ০৮ জুন, ২০২২, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

ম্যাংগো স্পেশাল ট্রেন

আনিস তপন: চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্টেশন থেকে রাজধানীর কমলাপুর পর্যন্ত এই ট্রেনচলাচল করবে।  

বুধবার রেলওয়ের (পশ্চিম) জিএম অসীম কুমার তালুকদার এই প্রতিবেদককে জানান, ৯ জুন থেকে ট্রেনটি চালানোর পরিকল্পনা থাকলেও কিছু কারণে সেটি সম্ভব হয়নি। তবে আগামী ১৩ জুন থেকে ট্রেনটি চালানোর বিষয়ে মৌখিকভাবে রেলপথ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।

ট্রেনটিতে রোহনপুর থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ব্যবসায়ীদের এক টাকা ৩০ পয়সা ও রাজশাহী থেকে কমলাপুর পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে রাজস্ব আয় হবে এক টাকা ১৭ পয়সা।

ট্রেনটিতে এবারও ৫টি লাগেজ ভ্যান থাকার সম্ভবনা আছে। এতে এই ট্রেনে প্রতিদিন প্রতি ভ্যানে ৪৩ টন হিসেবে মোট ২১৫ টন আম পরিবহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়