শিরোনাম

প্রকাশিত : ০৪ জুন, ২০২২, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২২, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নের সেতুই পূর্ণ করবে সুদিনের স্বপ্ন

পদ্মা সেতু

মুরাদ হাসান: বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে। মানুষের আর্থ সামাজিক উন্নয়নও ঘটবে।

খুলনার নাগরিক অধিকার আন্দোলনের নেতা অধ্যাপক জাফর ইমাম কথাগুলো বলেন,  ব্যবসা, বাণিজের‌্য ব্যাপক উন্নয়ন হবে। মোংলা বন্দরের গুরুত্ব বেড়ে যাবে। সেইসঙ্গে বাড়বে পায়রা বন্দরের গুরুত্বও। পদ্মার এপারে গড়ে উঠবে বিভিন্ন ধরণের শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হবে। 

বরিশালের উন্নয়ন সংগঠক আহসান মুরাদ চৌধুরী বলেন,  বরিশাল বিভাগের  উন্নয়নে নতুন গতি আসবে।  পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। 

ব্যবসায়ী রেজাউল হক রিজেন বলেন, পদ্মা সেতু খুলে দিলে সবক্ষেত্রেই  বেশি লাভবান হবে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাদারীপুরবাসী। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয় গড়ে উঠবে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন কোম্পানি। 

কৃতজ্ঞতা: প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মাদারীপুর প্রতিনিধি সাবরীন জেরিন, খুলনা থেকে জাফর ইকবাল,  বাগেরহাটের রাকিবুল ইসলাম ও বরিশাল প্রতিনিধি শাহ জালাল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়