হ্যাপি আক্তার: রাজধানীর রেল ভবনের সম্মেলনে কক্ষে বুধবার (২২ মার্চ) দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হবে, এমনটা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম
এইচএ/এমআই
আপনার মতামত লিখুন :