শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়। এতে ট্রেনের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছে। এরপর কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় বগিতে ধাক্কা লাগে। এতে করে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন ট্রেনের যাত্রী আহত হন। এ ঘটনায় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।

এ প্রসঙ্গে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নবী জানান, এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ধাক্কা লেগে একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়