শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৩, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রমোদতরী গঙ্গা বিলাসের টিকেটের দায়িত্বে নকল অ্যামাজন

নকল আমাজন

বিশ্বজিৎ দত্ত: বাংলাদেশে প্রমোদতরী গঙ্গা বিলাসের টিকেটের দায়িত্বে নকল আমাজন কোম্পানি। আগামী ১৩ জানুয়ারি ভারতের বারানসি থেকে কোলকাতা হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে আসামে যাবে বিশ্বের বৃহৎ গতিপথের প্রমোদতরী গঙ্গা বিলাস। ৫০ দিনের এই দীর্ঘ যাত্রা পথে প্রমোদতরীটি বাংলাদেশ ও ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন স্থান পার হয়ে যাবে।

প্রমোদতরীটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ভারতের বেসরকারি কোম্পানি রেইন ফরেস্টের পরিচালনায় চলবে। তাদের ওয়েবসাইটে বাংলাদেশে টিকিট বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে আমাজন বাংলাদেশ নামের একটি কোম্পানিকে। সেখানে আমাজন বাংলাদেশের চেয়ারম্যান আমান উল্লা চৌধুরীর টেলিফোন নাম্বার দেয়া হয়েছে। 

যদিও টেলিফোন নাম্বারটিতে ফোন করে বন্ধ পাওয়া গেছে। আমানউল্লা চৌধুরীর প্রতিষ্ঠান আমাজন সম্পর্কে ২০২০ সালে ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের দৈনিক ইউএস ক্রাইম নামের একটি পত্রিকায় ফেক আমাজন নামে রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয় আমাজন নামে বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি রয়েছে এটি নকল। আমানউল্লা চৌধুরী বাংলাদেশে আমাজনের কোন কার্যক্রম চালান না। আমাজন বাংলাদেশে কার্যক্রম চালাতে অনুমতি চায়নি। 

এ বিষয়ে রিপোর্টার টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তফা জব্বারের বক্তব্য নেয়। মন্ত্রী জানান আমাজনের কোন অনুমোদন তার মন্ত্রণালয় দেয়নি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকেও একই কথা বলা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিওটিও সেলের ডিজি জানান, ২ মাস আগে ভারতের একটি প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশের পণ্য আমাজনের মাধ্যমে বিদেশে বিক্রি করার জন্য। তারপরে আর কোন যোগাযোগ নেই। 

এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়