মাজহারুল ইসলাম: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে ব্যাপক কুয়াশা থাকায় রানওয়ে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ঘন কুয়াশার কারণে তিনটি ফ্লাইট কলকাতা ও মিয়ানমার ঘুরে পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঝুঁকি এড়াতে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা আরেকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে পাঠানো হয়। কলকাতা ও ইয়াঙ্গুনে তিনটি ফ্লাইটই নিরাপদে অবতরণ করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ ওই তিনটি ফ্লাইট কলকাতা ও ইয়াঙ্গুন থেকে আবার ঢাকায় ফিরে এসেছে। তবে উড়োজাহাজ অবতরণে বিঘ্ন ঘটলেও উড়োজাহাজ উড্ডয়নে কোনো সমস্যা হয়নি।
এমআই/এনএইচ
আপনার মতামত লিখুন :